City Today News

monika, grorius, rishi

শ্রীমদ্ভাগবত মহাপুরাণ জ্ঞান যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে আসানসোলে

নিজস্ব সংবাদদাতা : আসানসোলের প্যাটেল ভবনে দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ জ্ঞান যজ্ঞ। এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে , যা ১০ আগস্ট ২০২৪ থেকে ১৭ আগস্ট ২০২৪ পর্যন্ত চলবে।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুদূর দিল্লির সিদ্ধপিঠ সীতারাম সন্তসেবা মন্দির থেকে আগত মহামণ্ডলেশ্বর শ্রী রাম গোবিন্দদাস মহাত্যাগী।

IMG 20240812 WA0001

এই অনুষ্ঠানে শ্রী শশীভূষণ শাস্ত্রী জি, যিনি উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে আগত, শ্রীমদ্ভাগবত মহাপুরাণের উপদেশ পাঠ করছেন। এই মহাপুরাণ পাঠের মধ্য দিয়ে ভক্তদের আত্মশুদ্ধির উদ্দেশ্যে বিশেষ ধ্যান ও ভজন কর্মসূচী পালিত হচ্ছে।

উল্লেখযোগ্য যে, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সমাজের নৈতিক ও আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধি করা এবং সকলকে ধর্মের সঠিক জ্ঞান প্রদান করা।শ্রী শশীভূষণ শাস্ত্রী জি-এর পবিত্র উপদেশ শ্রবণ করার জন্য বহু ভক্তের সমাগম হয়েছে।
সকল ভক্তদের এই মহাপুরাণ পাঠে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে তারা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের আধ্যাত্মিক শিক্ষা থেকে উপকৃত হতে পারেন।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment