ছটপূজার আগে সীতারামপুর ঘাট ঝলমলে! রেলওয়ে-কর্পোরেশনের জোটে দৃষ্টান্তমূলক অভিযান

single balaji

আসানসোলঃ আসন্ন ছটপূজাকে সামনে রেখে সীতারামপুর লোকো ট্যাঙ্ক ছটপুকুর ঘাটে এখন চলছে জোরকদমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। আসানসোল রেলওয়ে (ডি.আর.এম) ও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বিশাল ঘাট সংস্কার অভিযান। স্থানীয় সমাজসেবী, আদিকারণা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ও বিজেপি নেতা সন্তোষ কুমার বর্মা জানান, তিনি আসানসোল ডি.আর.এম-কে ঘাটের অবস্থা সম্পর্কে অবহিত করার পরই রেলওয়ের পক্ষ থেকে ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

অন্যদিকে, আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়-এর নির্দেশে দুর্গাপুজো থেকেই পুকুর ও ঘাটের পরিষ্কার কাজ অব্যাহত রয়েছে। রেল দপ্তরের তরফে ঘাটের সিঁড়ি ও সেতুর রং ও পুতাইয়ের কাজও চলছে দ্রুতগতিতে।

তবে রেলওয়ের স্যানিটারি বিভাগের তরফে অভিযোগ উঠেছে যে এখনও পর্যন্ত ঘাটে ব্লিচিং পাউডার প্রয়োগ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাজও খুব দ্রুত সম্পন্ন করা হবে যাতে ছটপূজার আগে ঘাট সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায়।

সন্তোষ কুমার বর্মা মেয়রের প্রশংসা করে বলেন, “যেভাবে পৌরসভার কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি মনে করি, মেয়রকে এই উদ্যোগের জন্য সম্মানিত করা উচিত।”

আসানসোল জেলা আদালতের আইনজীবী ও স্থানীয় বাসিন্দা বিনোদ সিং সোলঙ্কি বলেন, “রেলওয়ে ও পৌর কর্পোরেশনের কর্মীরা একসাথে যে পরিশ্রম করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা মেয়র বিধান উপাধ্যায় ও স্থানীয় কাউন্সিলর অমিত তুলসিয়ান-কে ধন্যবাদ জানাই, তাঁদের তত্ত্বাবধানে ঘাটকে এত সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব হয়েছে।”

ছটপূজার আগে স্থানীয়দের মধ্যে এখন উৎসবের আমেজ। সকলে বলছেন, “এই বছর সূর্যদেবের আরাধনা হবে একদম ঝকঝকে, পরিষ্কার ঘাটে।”

ghanty

Leave a comment