SIR হিয়ারিংয়ের প্রথম দিনেই আসানসোলে উত্তেজনা, জেলাশাসকের সামনে স্লোগান

single balaji

আসানসোল |
এসআইআর (Special Summary Revision) প্রক্রিয়ার আওতায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর শুক্রবার থেকে গোটা রাজ্যের সঙ্গে আসানসোলেও শুরু হয়েছে হিয়ারিং বা শুনানি পর্ব। কিন্তু প্রথম দিনেই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের একটি হিয়ারিং সেন্টারে ঘটে গেল অনভিপ্রেত ঘটনা, যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আসানসোল উত্তর বিধানসভা এলাকার মনিমালা হাইস্কুলে স্থাপিত হিয়ারিং সেন্টারে, জেলাশাসকের উপস্থিতিতেই কয়েকজন ব্যক্তি হঠাৎ ঢুকে পড়ে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে জেলাশাসক সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন ওই ব্যক্তিদের অবিলম্বে হিয়ারিং সেন্টারের বাইরে বের করে দিতে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাশাসকের সঙ্গে বিজেপির কয়েকজন নেতার তর্ক-বিতর্কও হয়।

বিজেপির অভিযোগ: তৃণমূল সমর্থিত দুষ্কৃতীদের হামলা

এই প্রসঙ্গে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি অভিযোগ করেন, হিয়ারিং সেন্টারে আসা সাধারণ মানুষকে সাহায্য করার জন্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রের কাছেই একটি সহায়তা শিবির খোলা হয়েছিল। কিন্তু সেই শিবিরে তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা হামলা চালায়। এতে বিজেপির একাধিক কর্মী আহত হন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।

কৃষ্ণেন্দু মুখার্জির দাবি, পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা হিয়ারিং সেন্টারের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা প্রমাণ করে যে তারা এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে চলতে দিতে চায় না।

তৃণমূলের পাল্টা দাবি: সাধারণ মানুষের প্রতিবাদ

অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করে আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও হামলা করা হয়নি। তাঁর দাবি, বিজেপি হিয়ারিং সেন্টারের গেটের একেবারে সামনে শিবির বসিয়েছিল, যার ফলে সাধারণ মানুষের প্রবেশে অসুবিধা হচ্ছিল। সেই কারণেই স্থানীয় মানুষজন প্রতিবাদ জানায়, বিজেপি বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।

জেলাশাসকের বক্তব্য: কাজ স্বাভাবিক ও সুষ্ঠুভাবে চলছে

পুরো ঘটনা প্রসঙ্গে জেলাশাসক জানান, হিয়ারিং সেন্টারে এদিন যথেষ্ট ভিড় ছিল। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং নির্বাচন কমিশনের নিযুক্ত মাইক্রো অবজার্ভার, অবজার্ভার, ইআরও ও এইআরও-দের তত্ত্বাবধানে কাজ সুষ্ঠু ও নিয়ম মেনেই এগোচ্ছে।

প্রথম দিনের এই ঘটনার জেরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হলেও প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআর হিয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও শান্তিপূর্ণভাবেই আগামী দিনগুলোতে চালু থাকবে।

ghanty

Leave a comment