নিজস্ব সংবাদদাতা : শনিবার রূপনারায়ণপুরের শ্রমিক মঞ্চে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। বারাবনি বিধানসভা কেন্দ্রের এই সম্মেলনে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা দেবাংশু ভট্টাচার্য। তার সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা। এছাড়াও ছিলেন এমডি আরমান ও ব্লক সভাপতি ভোলা সিংহ।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেবাংশু ভট্টাচার্য বলেন, ২০১৬ সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সিঙ্গুর জমি আন্দোলনের পদ্ধতি ছিল বেআইনি। বুদ্ধদেব বাবুর সরকারের অধীনে যে পদ্ধতিতে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করা হয়েছিল, তা সম্পূর্ণ বেআইনি বলে কোর্ট রায় দেয়। কোর্টের রায় অনুযায়ী, অবৈধ পদ্ধতিতে কোনো কারখানা স্থাপন করা যাবে না। এই দোষ তৃণমূল কংগ্রেসের নয়, এটি বুদ্ধদেব সরকারের দোষ। শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলে থাকায় অনেক কথা বলছেন, কিন্তু এই ভুলের দায় তৃণমূলের নয়, দেবাংশু আরও বলেন।