• nagaland state lotteries dear

আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী UPSC-তে প্রথম, পরিবারে আনন্দের উৎসব!

আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী পশ্চিমবঙ্গ তথা আসানসোলের গর্ব হয়ে উঠেছেন, যখন তিনি UPSC-র ভারতীয় পরিসংখ্যান পরিষেবা (ISS) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। তার এই অসাধারণ সাফল্যে তার পরিবার এবং স্থানীয় এলাকায় এক উৎসবের পরিবেশ বিরাজ করছে।

সিঞ্চন স্নিগ্ধ অধিকারী আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কলকাতার ISI থেকে পরিসংখ্যান বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করেন। তার বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইনস বোর্ড অফ হেলথের কর্মী, আর তার মা সুজাতাদেবী একজন গৃহিনী।

সিঞ্চন স্নিগ্ধ তার সাফল্যের পুরো কৃতিত্ব তার বাবা-মাকে দিতে চান, যাদের কঠোর পরিশ্রম এবং অনুপ্রেরণা তাকে এই সফলতায় পৌঁছাতে সহায়তা করেছে। তার পরিশ্রম এবং আত্মবিশ্বাস তাকে UPSC-র কঠিন পরীক্ষা পেরিয়ে শীর্ষস্থানে পৌঁছানোর প্রেরণা দিয়েছে।

ghanty

Leave a comment