[metaslider id="6053"]

সিদ্ধেশ্বর নাথ মন্দিরে অলৌকিক শোভা, ভক্তদের ভিড়ে তিলধারণের জায়গা নেই

বরাকর, পশ্চিম বর্ধমান। শ্রাবণের শেষ সোমবারে বরাকরের প্রাচীন সিদ্ধেশ্বর নাথ মহাদেব মন্দিরে অনুষ্ঠিত হল এক ভব্য ও অলৌকিক মহাশৃঙ্গার, যা দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার শিবভক্ত ভিড় জমালেন।

শ্রাবণের প্রতিটি সোমবার সন্ধ্যায় এই অলৌকিক শৃঙ্গার অনুষ্ঠিত হয় এবং ভক্তরা ত্রিবেণী সঙ্গম (ডিসারগড়) থেকে গঙ্গাজল এনে বাবাকে জলাভিষেক করেন। তবে শেষ সোমবারটি ছিল একেবারে অনন্য—এই দিনে বরাকর ফাঁড়ি রোডের বাসিন্দা সুরেশ চন্দ্র পারিক-এর নেতৃত্বে মহাশৃঙ্গার অনুষ্ঠিত হয়।

সুরেশবাবু জানালেন, তিনি গত ৩২ বছর ধরে শ্রাবণের এক সোমবার মহাদেবের শৃঙ্গার করে আসছেন। “শুধু একবার শৃঙ্গার করার সংকল্প নিয়ে শুরু করেছিলাম, কিন্তু বাবার আশীর্বাদে আজও এই সেবা চালিয়ে যাচ্ছি। যতদিন বাবা ইচ্ছা করবেন, ততদিন এই শৃঙ্গার করব।”

মন্দির চত্বরে সেই সন্ধ্যায় যেন স্বর্গীয় পরিবেশ—ভক্তদের গলায় “হর হর মহাদেব”-এর ধ্বনি, সুগন্ধি ধূপ, রঙিন আলোকসজ্জা ও চন্দন-পুষ্পে সাজানো শিবলিঙ্গ যেন এক অন্য জগতের বার্তা বহন করছিল। হাজার হাজার পুরুষ, মহিলা ও শিশু এই শৃঙ্গার দর্শনে আসেন এবং তাঁদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এই মন্দির নিয়ে স্থানীয়দের বিশ্বাস, এখানে যারা সচ্চিদানন্দ ভাব নিয়ে প্রার্থনা করে, তার জীবনে সুখ-সমৃদ্ধি নিশ্চিতভাবে আসে।

ghanty

Leave a comment