আসানসোল:
আজ আসানসোল বিজেপি জেলা কার্যালয়ে বিশিষ্ট দেশনেতা ও জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর মূর্তির এক জাঁকজমকপূর্ণ উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, কুলটি বিধায়ক অজয় পোদ্দার, সভাপতি সিংহ, পবন সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
🎵 ব্রেইল অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের কণ্ঠে দেশাত্মবোধক গান
অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল ব্রেইল অ্যাকাডেমির দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক সংগীত পরিবেশনা। “সারে জাহাঁ সে আচ্ছা” এবং “বন্দে মাতরম”-এর মতো গানে গোটা পরিবেশ দেশপ্রেমে ভরে ওঠে।
🗣️ দেবতনু ভট্টাচার্যর আবেগঘন ভাষণ
বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন,
“ড. শ্যামাপ্রসাদ মুখার্জি শুধুই একটি নাম নন, তিনি এক বিপ্লব, এক চেতনা। তাঁর দৃঢ় নেতৃত্ব ও সাহস ছাড়া হয়তো আজকের বাংলা ভারতের মানচিত্রে থাকতো না।”
🙏 “ভারতের গর্ব, বাংলার সন্তান” — নেতাদের শ্রদ্ধাঞ্জলি
অনুষ্ঠানে উপস্থিত সকল বিজেপি নেতৃবৃন্দ ড. মুখার্জিকে “ভারতের গর্ব ও বাংলার শ্রেষ্ঠ সন্তান” হিসেবে সম্মান জানান এবং তাঁর আদর্শ ও ভাবধারা সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংকল্প নেন।
🍬 মিষ্টি বিতরণ ও “ড. মুখার্জি অমর থাকুন” স্লোগানে প্রাঙ্গণ মুখরিত
অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয় ও উপস্থিত সকলে “ভারত মাতার জয়” এবং “ড. মুখার্জি অমর থাকুন” স্লোগান দিয়ে দিনটি স্মরণীয় করে তোলেন।