নিজস্ব প্রতিবেদন | পাণ্ডবেশ্বর:
অমাবস্যার আগে থেকেই উৎসবের আমেজে মাতোয়ারা সমগ্র পাণ্ডবেশ্বর। সেই উচ্ছ্বাসের মধ্যেই শুক্রবার রাতে পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধে অটলবিহারী বাজপাই স্মৃতিরক্ষা কমিটির আয়োজিত শ্যামা পূজার উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কিন্তু মঞ্চে পা রাখার পর শুভেন্দুর কণ্ঠে বাজল রাজনৈতিক বজ্রপাত!
শ্যামা পূজার মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমোকে সরাসরি আক্রমণ করলেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগের তির ছুঁড়লেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে।
শুভেন্দু বলেন —
“যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের রাতে বেরোতে নিষেধ করেছেন, সেই রাজ্যে কি এখন মা কালীকেও রাতে পূজা করতে দেওয়া হবে না? মা কালির দেশে এমন কথা লজ্জার!”
তিনি আরও বলেন —
“আমার মাটি, আমার দেশ — ধর্ষকদের করব শেষ। এখন সময় এসেছে মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খর্গ হাতে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”
এদিন তিনি দুর্গাপুরে সাম্প্রতিক এক নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বলেন —
“যে রাজ্যে অপরাধীদের রাজনৈতিক ছত্রছায়া দেওয়া হয়, সেখানে দেবীর আশীর্বাদই এখন একমাত্র ভরসা।”
তাছাড়া, কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে গীতা বিতরণের সময় আক্রমণের শিকার হওয়া সংগঠকদের ঘটনাও মনে করিয়ে দেন শুভেন্দু। তিনি সেই আক্রমণকারীদের “সাবধান” থাকার হুঁশিয়ারি দেন এবং বলেন —
“গীতা, কালী ও মায়ের নাম যারা নিতে ভয় পায়, তাদের শেষ সময় ঘনিয়ে এসেছে।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক ভক্ত, বিজেপি কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। শুভেন্দুর বক্তব্যে একদিকে যেমন বজ্রপাত, তেমনই উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে।











