আসানসোল:
ধনতেরাসের সন্ধ্যায় যখন শহর জুড়ে আলোর রোশনাই, তখন আসানসোলের বড়তোড়িয়া কালিমন্দিরে রাজ্য রাজনীতির মঞ্চ গরম করে তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কালিপুজোর উদ্বোধনে এসে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শুভেন্দুর স্পষ্ট ঘোষণা —
“২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবেন!”
এই মন্তব্যে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে আসানসোলের রাজনৈতিক মহল।
⚡ ধনতেরাসের রাতে শুভেন্দুর ঝাঁঝালো ভাষণ
এদিন সন্ধ্যায় দলের রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ একাধিক নেতা ও কর্মীর উপস্থিতিতে ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে কালিপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী।
এরপর মঞ্চে উঠে তিনি বলেন —
“মুখ্যমন্ত্রী গোটা ভারতবাসীকে অপমান করেছেন। ভবানীপুরে ৯০ শতাংশ মানুষ ভিন্ন ভাষাভাষী। তাই এখন তিনি ভোটের ক্ষতি সামলাতে মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু আর লাভ হবে না।”
তিনি আরও অভিযোগ করেন,
“মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিতে কথা বলা হিন্দু ও বাংলায় কথা বলা হিন্দুদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। অথচ রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে কখনও মুখ খোলেন না।”
💥 দুর্গাপুরের ঘটনার প্রসঙ্গ টেনে কটাক্ষ
দুর্গাপুরের ধর্ষণকাণ্ড নিয়েও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু।
তিনি বলেন —
“যে মুখ্যমন্ত্রী মেয়েদের রাতে বেরোতে নিষেধ করেন, তিনি এখন বলছেন তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে! অথচ মিডিয়া সাক্ষী, সবাই শুনেছেন তিনি কী বলেছেন। মুখ্যমন্ত্রী সবসময় মিথ্যা বলেন।”
🔱 হিন্দুত্বের মঞ্চে শুভেন্দুর হুঁশিয়ারি
কালিপুজোর পবিত্র মঞ্চ থেকে আসন্ন নির্বাচনের বার্তা ছুড়ে দিয়ে শুভেন্দু বলেন —
“হিন্দুরা দুর্বল নয়। ইউসুফ পাঠানের মতো সাংসদ যতই উস্কানিমূলক পোস্ট করুন, তাতে কিছু হবে না। বাংলার হিন্দু জেগে উঠেছে।”
এদিন তাঁর বক্তৃতায় রাজনৈতিক আক্রমণ, ধর্মীয় উদ্দীপনা ও নির্বাচনী বার্তা—তিনের মিশ্রণ দেখা গেল।
স্থানীয় মহলে এখন আলোচনা, ধর্মীয় মঞ্চ থেকেই বিরোধী দলনেতা রাজ্যের ভবিষ্যৎ লড়াইয়ের সঙ্কেত দিয়ে দিলেন।











