আর জি কর থেকে কসবা! নারীর নিরাপত্তার দাবিতে শুভেন্দুর সুরক্ষা যাত্রা, কেঁপে উঠল দুর্গাপুর-পাণ্ডবেশ্বর

single balaji

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান — রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নিরাপত্তা প্রশ্নে ক্ষোভ ক্রমশ বাড়ছে। আর জি কর থেকে কসবা কাণ্ড— সাম্প্রতিক একের পর এক নারীর ওপর নৃশংসতা পশ্চিমবঙ্গের জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে, মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানশিউলি থেকে মাদারবনী ইসিএল গ্রাউন্ড পর্যন্ত ‘সুরক্ষা যাত্রা’য় অংশ নেন।

পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় এই যাত্রা ছিল প্রতীকী প্রতিবাদ, যার মূল দাবি— রাজ্যের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষা নিশ্চিত করা। শুভেন্দুর মতে, “মুখ্যমন্ত্রীর প্রশাসন ব্যর্থ, রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা ভয়াবহ।”

তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি বলে পরিচিত এলাকায় বিরোধীদল নেতার এই পদযাত্রা ঘিরে ছিল তীব্র রাজনৈতিক উত্তেজনা। পুলিশি নিরাপত্তা ও নজরদারি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, সুরক্ষা যাত্রা কেবল রাজনীতির প্রতিবাদ নয়, এটি সাধারণ মানুষের ভয় ও ক্ষোভের মঞ্চ।

এদিন শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে জানান, “যখন মেয়েরা স্কুলে, কলেজে, হাসপাতালে কিংবা রাস্তায় নিরাপদ নয়, তখন সরকারের চেয়ারে বসে থাকা মানে অপরাধের প্রশ্রয় দেওয়া।” তিনি আরও দাবি করেন, এই ব্যর্থতার জবাব ২০২৬ সালের ভোটেই রাজ্যের মানুষ দেবেন।

এদিকে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিরোধী দলের এই কর্মসূচিকে ‘রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দিয়ে বলেন, “বিজেপি রাজ্যের উন্নয়ন দেখেও চোখ বন্ধ করে আছে।”

সন্ধ্যা নামতেই মাদারবনীতে যাত্রার সমাপ্তি হয় স্লোগান, মোমবাতি মিছিল ও প্রার্থনার মাধ্যমে।

ghanty

Leave a comment