শুভেন্দু অধিকারীর আগমনের আগে রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হল তার ব্যানার, সিসিটিভি ভাঙচুর!

single balaji

আসানসোল/কাঁচরাপাড়া:
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ আসছেন বিজপুরে। কিন্তু তার আগমনের ঠিক কয়েক ঘণ্টা আগে, গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটল—ছিঁড়ে ফেলা হল তার ব্যানার! অভিযোগের তীর সোজা তৃণমূল কংগ্রেসের দিকে।

বিজপুর নেতৃত্বের সাজল কর্মকার বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, “গত রাতে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের নেতা শুভেন্দু অধিকারীর ব্যানার ছিঁড়ে ফেলেছে। শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে যাতে প্রমাণ লোপাট হয়।”

তিনি আরও অভিযোগ করেন, “তৃণমূল শুধু ব্যানার নয়, কাঁচরাপাড়ার রাস্তায় পড়ে থাকা বোতলের আবর্জনা থেকেও টাকা কামাচ্ছে। ব্যানার-পোস্টারের কার্ড বিক্রি করেও মুনাফা করছে। এরা একেবারে চোর।”

অন্যদিকে, সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্পূর্ণ উল্টো দাবি তুলে বলেন, “এটা বিজেপির সাজানো নাটক। তারা ইচ্ছে করে নিজেরাই এই কাজ করিয়েছে, যাতে খবরের শিরোনামে আসা যায়। তৃণমূল কখনও এ ধরনের কাজ করতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এমন কিছু কখনও শেখাননি।”

এই ঘটনার জেরে কাঁচরাপাড়ায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। তবে বিজেপি দাবি করছে, যতই ভাঙচুর হোক, শুভেন্দুর সভা আজ “ঐতিহাসিক জনসমুদ্র” তৈরি করবে।

ghanty

Leave a comment