বিজয়া সম্মেলনে ঐক্যের ডাক: “বিজেপির বিভাজন রুখে দাও” — শশী পাঁজা

unitel
single balaji

আসানসোল, বারাবনি:
মঙ্গলবার বারাবনি বিধানসভার জামগ্রামে আয়োজিত ‘বিজয়া সম্মেলন’-এ রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।
তিনি বলেন —

“ধর্ষণের কোনও জাত বা ধর্ম হয় না। এটি এক নিন্দনীয় এবং সমাজবিরোধী অপরাধ। বিজেপি এই জঘন্য অপরাধকেও রাজনৈতিক রঙে রাঙানোর চেষ্টা করছে।”

বিজেপিকে কটাক্ষ করে শশী পাঁজা বললেন:

“বিজেপি দাবি করছে, ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা নাকি তৃণমূল কর্মী। কিন্তু যখন অভিযুক্ত অনুপ বাউরি যে বিজেপি কর্মী, তা প্রমাণিত হল — তখন বিজেপি মুখে কুলুপ এঁটে বসে গেল।”

মন্ত্রী বলেন, বিজেপি রাজ্যে অস্থিরতা তৈরি করছে এবং মহিলাদের নিরাপত্তা বিষয়টিকেও ধর্ম-জাতির তর্কে টেনে নিচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।

🎤 বিজয়া সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ:

এই সম্মেলনে উপস্থিত ছিলেন —
আসানসোল পুরনিগমের মেয়র ও বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়, তৃণমূল জেলা সভাপতি ও জামুড়িয়ার বিধায়ক হরিরাম সিং, পুরনিগমের বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশিস সরকার, দোমহানি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং-সহ আরও বহু বিশিষ্ট অতিথি।

সম্মেলনে শশী পাঁজা কর্মীদের উদ্দেশে বলেন —

“আগামী নির্বাচনে একজোট হয়ে বিজেপির বিভাজনের রাজনীতির জবাব দিতে হবে। তৃণমূলের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

🗳️ নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নিশানায়:

মন্ত্রী শশী পাঁজা এদিন নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন।
তিনি বলেন —

“যদি অন্য রাজ্য থেকে কেউ সীমান্ত পেরিয়ে বাংলায় আসে, তার দায় তো কেন্দ্রীয় সরকারের বিএসএফ-এর। বিজেপি সেই দায়িত্ব এড়িয়ে ভোট রাজনীতি করছে।”

এছাড়া তিনি অভিযোগ করেন যে, বিহারে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে, আর সেই দায় ‘রোহিঙ্গা’দের ঘাড়ে চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

ghanty

Leave a comment