আসানসোলের শগুন কমিউনিটি সেন্টার বিতর্কে টেন্ডারপ্রাপ্ত সংস্থার পাল্টা সাফাই!

single balaji

আসানসোল:
আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘শগুন কমিউনিটি সেন্টার’-এর কার্যক্রম নিয়ে চলা বিতর্কে এবার মুখ খুলল টেন্ডারপ্রাপ্ত সংস্থা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা জানায়, স্থানীয় কাউন্সিলরের করা সমস্ত অভিযোগ “সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা”

সংস্থার প্রতিনিধিরা বলেন, তারা কর্পোরেশনের সমস্ত নিয়ম, শর্ত ও স্বচ্ছ প্রক্রিয়া মেনে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং ন্যায্যভাবে কাজের দায়িত্ব পেয়েছেন। তাদের দাবি, সংস্থার একমাত্র লক্ষ্য হল কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনা নিশ্চিত করা।

প্রতিনিধিরা আরও অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মানুষ বিষয়টিকে বিকৃতভাবে তুলে ধরছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তারা বলেন, “আমরা চাই মানুষ জানুক সত্যিটা — আমাদের কাজ সম্পূর্ণ নিয়ম মেনে চলছে, এবং সব খরচের হিসেব কর্পোরেশনের কাছে জমা রয়েছে।”

সংস্থার তরফে আরও জানানো হয় যে, যদি প্রয়োজন হয় তারা বিধিবদ্ধভাবে সমস্ত প্রমাণপত্র ও টেন্ডার নথি প্রকাশ করতে প্রস্তুত। তারা জোর দিয়ে বলেন, “অযৌক্তিক অভিযোগে আমরা ভয় পাই না। আমাদের কাজের স্বচ্ছতা নিজেই উত্তর দেবে।”

উল্লেখ্য, কিছুদিন আগে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ করেছিলেন যে শগুন কমিউনিটি সেন্টারে অনিয়ম ও পক্ষপাতমূলক টেন্ডার প্রক্রিয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সংস্থার এই প্রেস কনফারেন্স আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ghanty

Leave a comment