[metaslider id="6053"]

দুর্গাপুরে এসবিআইয়ের হোম লোন মেলা, ৩ দিনে নিজের বাড়ি কেনার দারুণ সুযোগ

দুর্গাপুর, বুধবার — সিটি সেন্টারের গান্ধী ময়দানে শুরু হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) তিন দিনের হোম লোন মেলা। বুধবার মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার কমিশনার আবদুল কালাম আজাদ ইসলাম, এসবিআই-এর এজিএম বীরেন্দ্র সিং, রিজিওনাল ম্যানেজার অঞ্জনী কুমার শ্রীবাস্তব, এজিএম রেশমি, এজিএম কৃষ্ণনা মোহন, এসএমই প্রজ্ঞা দাস সহ একাধিক শীর্ষ ব্যাঙ্ক আধিকারিক ও প্রতিনিধিরা।

এজিএম বীরেন্দ্র সিং জানিয়েছেন, “নিজস্ব বাড়ি কার না স্বপ্ন? সেই স্বপ্ন পূরণ করতে সাধারণ মানুষকে সাহায্য করার লক্ষ্যেই এই হোম লোন মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনের এই মেলায় উপস্থিত রয়েছেন নামী বড় বড় বিল্ডাররাও।” তিনি আরও বলেন, “এসবিআই-এর প্রোডাক্ট সব শ্রেণির মানুষের জন্য তৈরি, যাতে সহজে ঋণ নিয়ে বাড়ি কেনা যায়। আমাদের সঙ্গে যুক্ত হলে গ্রাহকের মানও বেড়ে যায়। গত ১৯ বছর ধরে আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করে আসছি।”

মেলায় প্রায় ২৫টি স্টল বসেছে, যেখানে ব্যাঙ্কের বিভিন্ন ঋণ ও আর্থিক পরিষেবার বিষয়ে বিশদ তথ্য দেওয়া হচ্ছে। আগামী তিন দিন ধরে দর্শনার্থীরা হোম লোন স্কিম, সুদের হার, EMI সুবিধা এবং ফ্ল্যাট ও প্লটের প্রজেক্ট সরাসরি দেখে নিতে পারবেন। দুর্গাপুর ও আশেপাশের এলাকা থেকে ইতিমধ্যেই বহু মানুষ এই মেলায় ভিড় জমিয়েছেন।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশা, দুর্গাপুরের এই হোম লোন মেলা বহু মানুষের বাড়ি কেনার স্বপ্নকে বাস্তব রূপ দেবে।

ghanty

Leave a comment