City Today News

monika, grorius, rishi

আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে শ্রাবনের তৃতীয় সোমবারে শিবভক্তদের ঢল!

নিজস্ব সংবাদদাতা : আজ শ্রাবন মাসের তৃতীয় সোমবার। আর শ্রাবনের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে ভগবান শিবের ভক্তদের মধ্যে প্রচুর উদ্দীপনা দেখা যায়।

এই উপলক্ষে আসানসোলের উত্তরে জাতীয় সড়কের ধারে অবস্থিত ঐতিহাসিক চন্দ্রচূড় মন্দিরে তৃতীয় সোমবারে লাখো ভক্ত প্রার্থনা করেছেন। ভোর থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু করে। দূর-দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন, অনেকেই পরিবারের সঙ্গে এসেছিলেন।

ভিড়ের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এখানে ভক্তদের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল। ভক্তদের মধ্যে মহিলারাও ছিলেন। এখানে ভক্তরা কাছের একটি পুকুর থেকে জল ভর্তি করে পায়ে হেঁটে মন্দিরে পৌঁছাচ্ছিলেন, তারপর লাইনে দাঁড়িয়ে নিজের পালা এলে মন্দিরের ভিতরে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালছিলেন।

মন্দির চত্বরে একটি মেলাও আয়োজিত হয়েছে। আসানসোলের ইতিহাসে চন্দ্রচূড় মন্দির প্রায় ৩০০ বছরের পুরনো। শ্রাবন মাস ছাড়াও গাজন উৎসবের সময় এখানে ভক্তদের ঢল অব্যাহত থাকে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment