সালানপুর :
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সর্বভারতীয় কৃষক সভা-র পক্ষ থেকে মঙ্গলবার ‘বিডিও অফিস চলো অভিযান ও ধর্না–বিক্ষোভ’ কর্মসূচি পালিত হয়।
এই দিন রূপনারায়ণপুর ডাবল মোড় থেকে একটি মিছিল শুরু করে কৃষকরা সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসে পৌঁছান। সেখানে সভা করার পর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস–এর হাতে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন।
দুর্নীতি, ১০০ দিনের কাজ ও রাস্তার নিরাপত্তা – মূল ইস্যুতে উত্তাল কৃষকরা
সভা ও মিছিলে কমরেড মীনাক্ষী মুখার্জি, সালানপুর ব্লক কৃষক সভার সভাপতি গণেশ পণ্ডিত সহ বহু কৃষক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
মীনাক্ষী মুখার্জি বলেন,
“পুরো রাজ্যজুড়ে দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিনিধিদল জমা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বিডিও ও পঞ্চায়েত আমাদের এলাকায় ১০০ দিনের কাজ শুরু করছে না। রাস্তার বেহাল দশা, দুর্ঘটনায় মৃত্যু – সবই প্রশাসনের চোখ এড়িয়ে যাচ্ছে। গরিব মানুষ যাবে কোথায়?”
অ্যাডমিনের বক্তব্য
ব্লক আধিকারিক জানান,
“আমরা অধিকাংশ সমস্যার সমাধান করেছি। বাকি যেগুলি আছে তা দ্রুত খতিয়ে দেখে সমাধান করা হবে। স্মারকলিপিকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।”
মুখে মুখে ছড়াচ্ছে কৃষকদের হুঁশিয়ারি
কৃষক সংগঠনের নেতারা হুঁশিয়ারি দেন যে, যদি দ্রুত সমাধান না হয় তবে তারা আন্দোলনকে ব্লক থেকে গ্রামে গ্রামে ছড়িয়ে দেবেন এবং প্রয়োজনে অনশন কর্মসূচিও নেওয়া হবে।
মাঠে মাঠে শ্লোগানে গর্জন
পুরো কর্মসূচি জুড়ে কৃষকরা ‘১০০ দিনের কাজ চালু করো’, ‘দুর্নীতি বন্ধ করো’ ও ‘রাস্তার নিরাপত্তা চাই’ স্লোগান তোলেন।











