🚨 রূপনারায়ণপুরে ফের দুঃসাহসিক চুরি — নগদ ও সোনা উধাও!

unitel
single balaji

রূপনারায়ণপুর (সালানপুর):
দুর্গাপুজোর আনন্দের মাঝেই ফের আতঙ্ক ছড়াল রূপনারায়ণপুরে। রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা গোলাপবাগান এলাকার একটি বাড়ির জানলার গ্রিল ভেঙে ঢুকে প্রায় ১ লক্ষ টাকা নগদ ও প্রায় ২ ভরি সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকায়।

ভুক্তভোগী সুজয় ভট্টাচার্য, পেশায় শিক্ষক। পরিবারের সঙ্গে তিনি থাকেন দুইতলা বাড়িতে। কয়েকদিন আগে দুর্গাপুজোর উপলক্ষে তিনি পরিবার নিয়ে পৈতৃক বাড়ি চলবলপুরে গিয়েছিলেন। সোমবার একা বাড়ি ফিরে দরজা খোলার পরই চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য— ভাঙা গ্রিল, কিন্তু ভেতরের কাঠের জানলা বন্ধ অবস্থায়। এরপর ঘরে ঢুকেই দেখেন আলমারির তালা ভাঙা, আর সেখান থেকে উধাও নগদ টাকা ও গয়না।

সুজয়বাবু সঙ্গে সঙ্গে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশকে খবর দেন। অভিযোগের কয়েক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

🔎 বাড়ছে চুরির ঘটনা, পুলিশি টহল নিয়ে প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, রূপনারায়ণপুর অঞ্চলে গত কয়েক মাসে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। রাতের বেলা প্রায় কোনও পুলিশি টহল চোখে পড়ে না। ফলে চোরেরা একের পর এক বাড়ি টার্গেট করছে। এক বাসিন্দার কথায়—

“এলাকায় পুলিশের গাড়ি দেখা যায় না বললেই চলে। উৎসবের সময় তো বাড়ি ফাঁকা থাকে, তখনই চোরেরা দাপিয়ে বেড়ায়। আমাদের আর নিরাপত্তা কোথায়?”

⚠️ পুলিশের সতর্কবার্তা

যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে যে কেউ বাড়ি পুরোপুরি ফাঁকা না রেখে অন্তত একজনকে রাখতে হবে। পাশাপাশি সিসিটিভি বসানোর পরামর্শও দেওয়া হয়েছে।

কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—
“রূপনারায়ণপুরে চুরি কি এখন নিয়মিত অভ্যাসে পরিণত হচ্ছে?”
স্থানীয়দের আতঙ্ক আরও বাড়ছে, কারণ প্রতিবারই অভিযোগ হচ্ছে কিন্তু ফলশ্রুতিতে চোর ধরা পড়ছে না।

ghanty

Leave a comment