[metaslider id="6053"]

পরীক্ষার মাঝে চাঞ্চল্যকর ঘটনা, ২৫ ছাত্র অসুস্থ, অভিযুক্ত প্রধান শিক্ষক

জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:
জামুড়িয়া শিক্ষা চক্র-২ এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দ্বিতীয় পর্বের মূল্যায়ন পরীক্ষা চলাকালীনই এই ঘটনায় স্কুল চত্বর কেঁপে ওঠে।

স্থানীয় সূত্রে খবর, সকাল সকাল প্রধান শিক্ষক রামপ্রসাদ মুখার্জি নিজেই একটি পচা মাংসের প্যাকেট নিয়ে স্কুলে আসেন এবং রান্না করার প্রস্তুতি নেন। কিছুক্ষণের মধ্যেই মাংসের দুর্গন্ধ গোটা বিদ্যালয় জুড়ে ছড়িয়ে পড়ে। ছাত্র-ছাত্রীরা স্কুলে পৌঁছতেই প্রায় ২০ থেকে ২৫ জন অসুস্থ হয়ে পড়ে। অনেকের মাথা ঘোরা, বমি বমি ভাব শুরু হয়। শেষমেশ অসুস্থ ছাত্ররা বাড়ি ফিরে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।

অভিভাবকেরা ঘটনাস্থলে ছুটে এসে প্রবল বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ— “প্রধান শিক্ষককে যদি অবিলম্বে অপসারণ করা না হয়, তবে যেকোনও দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

উল্লেখ্য, কয়েক মাস আগেও এই স্কুল এলাকায় সুনামের জন্য পরিচিত ছিল। কিন্তু নতুন প্রধান শিক্ষক আসার পর থেকেই একের পর এক অভিযোগ জমতে থাকে। কখনও বিদ্যালয় প্রাঙ্গণে মাদক সেবনের অভিযোগ, কখনও আবার ছাত্র-ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর এবার এই ‘পচা মাংস কেলেঙ্কারি’তে পুরো এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে।

ঘটনার খবর পেয়ে কেন্দা ফাঁড়ি পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি জামুড়িয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আত্মা কমিটির চেয়ারম্যান দিনেশ চক্রবর্তী স্কুলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সূত্রের দাবি, প্রধান শিক্ষক যখন বিদ্যালয় ছাড়ার চেষ্টা করছিলেন, তখন ছাত্র ও অভিভাবকেরা তাঁর গাড়ি আটকে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুলিশের হস্তক্ষেপে তাঁকে বের করা হয়।

এই ঘটনায় শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আত্মা কমিটির চেয়ারম্যান দিনেশ চক্রবর্তী জানিয়েছেন— “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এখন দেখার বিষয়, অভিযুক্ত প্রধান শিক্ষককে শুধু বদলি করা হয়, নাকি তাঁর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এলাকায় ক্ষোভের পারদ ক্রমশ চড়ছে।

ghanty

Leave a comment