নিজস্ব সংবাদদাতা: কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধীরে ধীরে জোর পাচ্ছে আন্দোলন। প্রথমে চিকিৎসকরা প্রতিবাদে নেমেছিলেন, এরপর সমাজের প্রতিটি শ্রেণি ও বিভাগের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতোই এই আন্দোলনও এখন গতি পাচ্ছে। “মেয়েরা রাত দখল করুন” নামে একটি গণআন্দোলন শুরু হয়েছে, যার অর্থ “মেয়েরা রাত্রি দখল করুক”। এই আন্দোলন কোনো রাজনৈতিক ব্যানারের আওতায় নয় এবং কোনো সংগঠনের ব্যানারেও নয়।
আজ রাতে রাজ্যের প্রতিটি শহরে মেয়েরা, মহিলারা এবং পুরুষরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনায় এবং দোষীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছেন। আসানসোলের ভগৎ সিং মোড়ে ভগৎ সিং-এর মূর্তির নীচে প্রচুর মানুষের সমাগম হয় এবং তারা গণআন্দোলনে যোগ দেন। এখানে মানুষ স্লোগান তুলে দাবি করেন, দোষীকে দ্রুত গ্রেপ্তার করে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এখানে ছোটো থেকে বড়ো, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সকলেই একত্রিত হয়ে স্লোগান তুলতে দেখা গেছে।