আসানসোল: সোমবার সকালে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত এসবি গড়াই রোডে আসানসোল জেলা হাসপাতালের অদূরে রামসায়ের পুকুর সংলগ্ন বাইলেন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যখন একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার হয় এক প্রবীণ মহিলার নিথর দেহ। মৃতার নাম কল্পনা বিশ্বাস (৮২)। তিনি ছিলেন আসানসোলের এক নামী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
দুপুরে আসানসোল জেলা হাসপাতালে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
🏫 পরিচিত মুখ, সম্মানজনক জীবন
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,
কল্পনা বিশ্বাস আসানসোল শহরের সুপরিচিত উমারানি গড়াই মহিলা কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি ২০০২ সালে অবসর নেন। এরপর থেকেই তিনি একাই এসবি গড়াই রোডের রামসায়ের পুকুর সংলগ্ন বাইলেনের বাড়িতে বসবাস করতেন।
তাঁর ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। তবে পুত্রবধূ সাধারণত তাঁর সঙ্গেই থাকতেন।
📞 ফোন ধরেননি, সন্দেহ শুরু
গত ৫ ডিসেম্বর এক আত্মীয়ের মৃত্যুর কারণে পুত্রবধূ কলকাতায় যান। সোমবার তাঁর ফেরার কথা ছিল।
সকালে কল্পনাদেবী পুত্রবধূকে ফোন না করায় সন্দেহ দানা বাঁধে। পুত্রবধূ নিজে ফোন করলে দেখা যায়—ফোন রিসিভ হচ্ছে না।
তৎক্ষণাৎ তিনি পরিচারিকাকে ফোন করে বাড়িতে যেতে বলেন।
🪟 জানালা দিয়ে দেখা মিলল নিথর দেহ
পরিচারিকা বাড়িতে এসে দেখেন,
➡️ লোহার গ্রিলের গেটে তালা ঝুলছে
➡️ বহুবার ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি
এরপর তিনি বাড়ির পেছন দিকে গিয়ে যে ঘরে কল্পনাদেবী থাকতেন, সেই ঘরের জানালায় ধাক্কা দিলে সেটি খুলে যায়।
সেখান দিয়েই তিনি দেখতে পান—ঘরের দরজার পাশে কল্পনাদেবী নিথর হয়ে পড়ে আছেন।
খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন। পুত্রবধূর এক আত্মীয় আসানসোলেই থাকেন—তাঁরাও ঘটনাস্থলে পৌঁছন।
🚓 তালা কেটে প্রবেশ পুলিশের
ঘটনার খবর দেওয়া হলে দ্রুত আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
➡️ মিস্ত্রি ডেকে কাটার দিয়ে গেটের তালা কাটা হয়
➡️ ভেতরে ঢুকে দেখা যায় কাঠের দরজা খোলা
➡️ শোওয়ার ঘরের দরজার কাছে পড়ে রয়েছেন কল্পনাদেবী
তাঁকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
⚕️ প্রাথমিক তদন্তে যা জানা গেল
দুপুরে কল্পনাদেবীর ছেলে ও পুত্রবধূ আসানসোলে পৌঁছন। এরপর
✅ ময়নাতদন্ত সম্পন্ন হয়
✅ পুলিশ জানায়, কল্পনাদেবী দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন
✅ অনুমান করা হচ্ছে, রবিবার বিকেলের পরে কোনও এক সময়ে ঘরের মধ্যে পড়ে যান
✅ এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান
ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর চূড়ান্ত কারণ নিশ্চিত করা হবে।
🕯️ এলাকায় শোকের ছায়া
কল্পনা বিশ্বাস একজন
✔️ সৎ ও নিষ্ঠাবান শিক্ষিকা
✔️ ছাত্রীদের কাছে আদর্শ
✔️ সমাজে অত্যন্ত সম্মানিত মুখ
তাঁর আকস্মিক মৃত্যুতে
স্কুল মহল, পুরনো ছাত্রী এবং গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।












