দুর্গোৎসবের সময় আসানসোল-দুর্গাপুর অঞ্চলের মদপ্রেমীরা এবার রেকর্ড পরিমাণ মদ পান করেছেন। পশ্চিম বর্ধমান জেলায় ২০২৪ সালের দুর্গাপুজোর সময় মদের বিক্রি পৌঁছেছে ৩৩ কোটি ১৯ লাখ টাকায়। গত বছরের তুলনায় এই বছর প্রায় ২ কোটি টাকা বেশি মদ বিক্রি হয়েছে। ২০২৩ সালে পাঁচ দিনের পুজো চলাকালীন ৩১ কোটি ৩০ লাখ টাকার মদ বিক্রি হয়েছিল, আর এবার তা বেড়ে ৩৩ কোটির বেশি হয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১০ কোটি ৩০ লাখ টাকার দেশি মদ, ১৫ কোটি ৭০ লাখ টাকার বিদেশি মদ এবং ৫ কোটি ১০ লাখ টাকার বিয়ার বিক্রি হয়েছিল। এ বছর দেশি মদের বিক্রি হয়েছে ১০.৫ কোটি টাকা, বিদেশি মদ বিক্রি হয়েছে ১৭.২ কোটি টাকা, এবং বিয়ার বিক্রি হয়েছে ৫.৪৯ কোটি টাকার। বিদেশি মদের বিক্রিতে ১.৫ কোটি টাকার বৃদ্ধি দেখা গেছে।
পশ্চিম বর্ধমান জেলা পচাই ও সিএস সোপ অ্যাসোসিয়েশনের জেলা কার্যকরী সভাপতি হীরালাল মণ্ডল জানিয়েছেন, এ বছর দেশি মদের দাম ৫ টাকা, বিয়ারের দাম ২৫ টাকা এবং বিদেশি মদের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে, তবু বিক্রিতে কোনো প্রভাব পড়েনি।
আসানসোল আবগারি বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ মদ তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে বৈধ মদের বিক্রি বেড়েছে। বিশেষ করে, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পচাই মদের বিশেষ চাহিদা রয়েছে, যার ফলে এর বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।