নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার, কুলটি ব্লক কংগ্রেস সেবাদল কমিটি পশ্চিম বর্ধমান খাদ্য নিয়ন্ত্রকের কাছে নিয়ামতপুরের রেশন দোকানদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে। এই অভিযানের সময় কংগ্রেসের কাউন্সিলর এসএম মোস্তফা, সলাউদ্দিন আনসারি, মনীশ বার্নওয়াল, কাজল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিষয়ে কুলটি ব্লক কংগ্রেস সেবাদল কমিটির সহ-সভাপতি সলাউদ্দিন আনসারি জানান, রেশন দোকানদার এখানে গরিব মানুষের আঙুলের ছাপ তিন মাস ধরে নিয়েছিল কিন্তু তাদের রেশন দেয়নি। চতুর্থ মাসে মানুষ রেশন নিতে গেলে তাদের অপমান করা হয় এবং তাড়িয়ে দেওয়া হয়। তাদের হাতে ১০০ টাকা দেওয়া হয় এবং বলা হয় যে, আর যেন সেখানে না আসেন।
তিনি প্রশ্ন তুলেছেন যে, যদি ভোক্তাদের কার্ড না থাকে, তাহলে কেন তাদের আঙুলের ছাপ তিন মাস ধরে নেওয়া হল? সেখানে উপস্থিত কাউন্সিলর এসএম মোস্তফা বলেন, নিযামতপুরের রেশন দোকানদারের স্বেচ্ছাচারিতার কারণে সেখানে গরিব মানুষরা সমস্যায় পড়ছেন। তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করে সমস্যার সমাধানের জন্য আবেদন করেছেন।