রাণীগঞ্জে পানীয় জলের সংকট চরমে পৌঁছে যাওয়ায় আজ ভিডিও অফিসের সামনে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন সকালে থেকেই এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা জমায়েত হন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা পরিণত হয় স্লোগানে স্লোগানে মুখর প্রতিবাদমঞ্চে।
অগ্নিমিত্রা পাল জানান, গত মে মাসে পিএইচই-র পাইপলাইন ভেঙে যাওয়ার পর সাত মাস কেটে গেলেও প্রশাসন কার্যত ঘুমিয়ে রয়েছে।
“সাত মাস ধরে মানুষ জলের জন্য হাহাকার করছে, অথচ মেরামত শুরু হলো মাত্র দু’দিন আগে! এ কোন রাজ্যশাসন?”—প্রশ্ন তুললেন বিধায়ক।
তিনি সরাসরি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, এবং মানুষের মৌলিক অধিকার ‘পানীয় জল’-কেও তারা অবহেলা করছে।
আগে যেখানে ৫,০০০ লিটারের ট্যাঙ্কার পাঠানো হত, এখন তা কমিয়ে মাত্র ২,০০০ লিটার, ফলে রেশনিংয়ের মতো পরিস্থিতি দেখা দিয়েছে।
বিক্ষোভকারীরা আজ এমন এক রাস্তায় অবস্থান-বিক্ষোভ করছেন, যেখানে প্রতিদিন বালি ও কয়লা বোঝাই ডাম্পার চলাচল করে। অভিযোগ, পুলিশের ‘সহযোগিতায়’ এখানে রাতদিন অবৈধ ব্যবসা চলছে, অথচ সাধারণ মানুষ বারবার আবেদন করেও জল পাচ্ছেন না।
স্থানীয়দের বক্তব্য, শিশু, রোগী ও বৃদ্ধদের নিয়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। কেউ কেউ বলেন,
“জল না পেলে খাবো কি? গোসল করবো কি? মশার দংশনে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।”
বিজেপি কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন,
“এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে।”












