রানীগঞ্জ: বৃহস্পতিবার সকালে রানীগঞ্জের রাণীসায়র মোড়ে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আসানসোল থেকে দুর্গাপুরের দিকে জাতীয় সড়ক ১৯ ধরে যাচ্ছিল একটি ছোট গাড়ি। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্রেলার গাড়িটিকে প্রবল ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
গাড়িতে থাকা তিনজন যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠান। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য দুর্গাপুরমুখী রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও ট্রেলারটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ডাম্পার রাস্তার মোড়ে ঘুরছিল, সেই সময় ছোট গাড়িটি ধীরে চলছিল। ঠিক তখনই পিছন দিক থেকে আসা ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাড়িটিকে ধাক্কা মারে। তীব্র শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। সৌভাগ্যবশত, বড় বিপদ এড়ানো গেছে — গাড়ির যাত্রীরা সামান্য আঘাত পেয়েছেন।
চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেলারটির গতি এতটাই বেশি ছিল যে সামান্য দেরি হলে প্রাণহানি ঘটতে পারত। পুলিশ ইতিমধ্যেই ট্রেলারের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।












