নিজস্ব সংবাদদাতা : আজ, ২৭ আগস্ট, রাণীগঞ্জ স্টেশন থেকে ছাত্রছাত্রীদের একদল তেরঙ্গা পতাকা হাতে নবান্নর দিকে যাত্রা শুরু করেছে। তারা মহিলাদের প্রতি হেনস্থা, অত্যাচার এবং ধর্ষণের প্রতিবাদে নবান্ন অভিযানে অংশ নিয়েছে।
দুর্গাপুর স্টেশনে এই নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের থামানোর চেষ্টা করা হয়। যখন জিআরপি পুলিশকর্মীরা তাদের আটকানোর চেষ্টা করে, তখন প্রতিবাদকারীরা পুলিশকে ঘিরে ফেলে। দুর্গাপুর স্টেশনে মহিলাদের এবং বিজেপি কর্মীদের এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। সেই সময় পুলিশ দুর্গাপুর স্টেশনে ছাত্রছাত্রীদের আটকানোর চেষ্টা করে।
জিআরপি যখন জাতীয় পতাকায় ফাইবার রড লাগানোর কথা জানায়, তখন প্ল্যাটফর্ম নম্বর চার এ ছাত্রছাত্রী এবং বিজেপি কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। কেন ছাত্রসমাজের এই প্রতিবাদে যোগ দেওয়ার পর বিজেপি নেতৃত্বকে থামানোর চেষ্টা করা হচ্ছে? মহিলাদের মধ্যেও উত্তেজনা দেখা যায়।
দুর্গাপুর রেলওয়ে স্টেশনে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে জিআরপি পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এরপর ছাত্রসমাজ এবং বিজেপি সমর্থকরা নবান্নর দিকে যাত্রা করে। জানিয়ে রাখি, ছাত্রসমাজের পক্ষ থেকে ২৭ আগস্ট দুপুর ২টায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।