নিজস্ব সংবাদদাতা : রানীগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে শহরের রাস্তার অবস্থা নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, রানীগঞ্জ বোরো অফিসের সামনে নাগরিক কমিটির সদস্যরা সমবেত হয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, আসানসোল পৌরসভা থেকে রানীগঞ্জ পৌরসভার কাজ তুলে নেওয়ার সময় বলা হয়েছিল যে, বড় পৌরসভা হলে উন্নয়ন কাজ দ্রুত হবে। কিন্তু রানীগঞ্জ এবং জামুড়িয়াকে পৌর নিগমে অন্তর্ভুক্ত করার পর থেকে এখনো কোনো উল্লেখযোগ্য উন্নয়ন কাজ হয়নি।
রাস্তার খারাপ অবস্থায় বাড়ছে দুর্ঘটনা
বিশেষ করে রানীগঞ্জ শহরের রাস্তাগুলির বেহাল অবস্থার কারণে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। নাগরিক কমিটির পক্ষ থেকে বোরো চেয়ারম্যান মজম্মেল হোসেনকে রাস্তা সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
বোরো চেয়ারম্যানের প্রতিশ্রুতি: শীঘ্রই শুরু হবে রাস্তা সংস্কার
বোরো চেয়ারম্যান মজম্মেল হোসেন জানান, বর্ষার কারণে কাজ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের টেন্ডার পাস হয়ে গেছে এবং খুব শীঘ্রই রানীগঞ্জ শহরের সমস্ত রাস্তা সংস্কার করা হবে। অন্যদিকে, শহরের বিভিন্ন রাস্তায় যানজট ও অবৈধ দখল প্রসঙ্গে তিনি বলেন, “নাগরিক কমিটির সদস্যরা মূলত ব্যবসায়ী, এবং তারা নিজেরাই দোকানের সামনে পণ্য লোড ও আনলোড করেন, যার ফলে যানজট সৃষ্টি হয়। তাই এই সমস্যার সমাধান তাদেরকেই করতে হবে।”