গরমে স্বস্তি – রামগোপাল সারাফ বিদ্যাপীঠে ওয়াটার কুলার চালু

single balaji

রানিগঞ্জঃ
সামাজিক দায়িত্ব পালনে আবারও দৃষ্টান্ত স্থাপন করল মারোয়ারি যুব মঞ্চ রানিগঞ্জ শাখা। সংগঠনের উদ্যোগে ও বিমল কুমার সারাফ ও তাঁর পরিবার-এর আর্থিক সহযোগিতায় বল্লভপুরের রামগোপাল সারাফ বিদ্যাপীঠ স্কুল এবং ঐতিহাসিক বালাজি মন্দিরে অত্যাধুনিক ওয়াটার কুলার (শীতল জল সরবরাহের যন্ত্র) বসানো হয়েছে। এই কাজটি করা হয়েছে প্রয়াত বজরংলাল সারাফবিরমা দেবী সারাফ-এর স্মৃতির উদ্দেশ্যে।

উদ্বোধন করেন বিমল সারাফ ও তাঁর পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বিষ্ণু সারাফ, সৌরভ সারাফ, মারোয়ারি যুব মঞ্চ রানিগঞ্জ শাখার সভাপতি প্রতীক মোর, প্রধান উপদেষ্টা রাজেশ জিন্দাল, সম্পাদক অমিত বাজাজ, কোষাধ্যক্ষ অমিত গোয়েল, আয়ুষ ঝুনঝুনওয়ালা, দীপক গুপ্ত, শিভম কেডিয়া, রাজ কাজোড়িয়া, রাহুল ঝুনঝুনওয়ালা, মহিলাশাখা দেবী শক্তির সহ-সভাপতি দীপ্তি সারাফ, প্রিয়া বাজাজ, শিখা সারাফ, উদিতা ভুভালকা, যশিকা শর্মা সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

এই দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ফুড প্যাকেট, কলম ও চকোলেট বিতরণ করা হয়।

বিমল সারাফ বলেন, “অনেকদিন ধরে ইচ্ছে ছিল বালাজি মন্দিরের সামনে একটি জলকুলার বসানো। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ যান, গরমকালে পানীয় জলের সমস্যা তীব্র। এই কুলার বসানোর ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বড় সুবিধা পাবেন।”

রাজেশ কুমার জিন্দাল জানান, এই বিদ্যালয়ে প্রায় ১৪০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং বালাজি মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন। দুই জায়গায় কুলার বসানোয় এলাকার মানুষ ও ছাত্রছাত্রী উভয়েই বিপুলভাবে উপকৃত হবেন।

মহিলাশাখা দেবী শক্তির সহ-সভাপতি দীপ্তি সারাফ বলেন, “বালাজি মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব আছে। স্বপ্নাদেশ পাওয়ার পর এখানে বাজরংবলির মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকেই এখানে মহাপূজা চলে আসছে। আমাদের সংগঠন সবসময় সামাজিক ও মানবিক কাজে এগিয়ে এসেছে।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, গরমের দিনে ঠান্ডা পানীয় জলের এই উদ্যোগ এলাকাবাসীর জন্য আশীর্বাদ হবে।

ghanty

Leave a comment