রানিগঞ্জ। রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের ৬৪তম বার্ষিক সাধারণ সভা (AGM) শনিবার আড়ম্বরে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের অডিট রিপোর্ট উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পাশাপাশি আগামী বছরের জন্য চেম্বারের অডিটর বিজয় বর্ণওয়ালকে পুনর্নিয়োগ করা হয়।
এই বছরের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রবীণ ব্যবসায়ীদের সম্মাননা। চেম্বারের কোষাধ্যক্ষ রুবি গাধওয়ালা জানান, “আজ আমরা রানিগঞ্জ অঞ্চলের ৭৫ বছর বা তার বেশি বয়সের ৬৪ জন কর্মরত ব্যবসায়ীকে মোমেন্টো ও শাল দিয়ে সম্মানিত করেছি। এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য লাকি ড্রয়ের ব্যবস্থা করা হয়, যেখানে বহু আকর্ষণীয় উপহার প্রদান করা হয়েছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও চেম্বারের প্রধান উপদেষ্টা আরপি খেতান, সভাপতি রোহিত খেতান, চেয়ারম্যান অরুণ ভর্তিয়া, সাধারণ সম্পাদক অরুময় কুণ্ডু, প্রদীপ বাজোরিয়া, মনোজ কেশরীসহ অন্যান্য পদাধিকারী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের এই সম্মাননা শুধু প্রবীণ ব্যবসায়ীদের অবদানকে স্বীকৃতি দেয়নি, বরং স্থানীয় ব্যবসায়িক সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, “এটি রানিগঞ্জের ব্যবসায়িক ইতিহাসে এক সোনালি অধ্যায়।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, নেটওয়ার্কিং সেশন ও হালকা আপ্যায়নের ব্যবস্থাও ছিল, যা পরিবেশকে আরও আনন্দময় করে তোলে।