রানিগঞ্জ: মঙ্গলবার বিকেলে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকার রয়্যাল কেয়ার হাসপাতালের সামনে জাতীয় সড়ক ৬০ নম্বরে এক ভয়াবহ ঘটনা ঘটে। একটি মারুতি ব্রেজা গাড়ি হঠাৎ সাইরেন বাজতেই আগুনে জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই গোটা গাড়িটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশপাশে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। সৌভাগ্যক্রমে সাইরেন বাজতেই চালক সান্দীপ জোহার সঙ্গে তাঁর দুই সঙ্গী দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ান। কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির ইঞ্জিন আগুনে ভস্মীভূত হয় এবং একটি টায়ার বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল বিভাগকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গাড়িটিকে সড়কের পাশে সরিয়ে ট্রাফিক স্বাভাবিক করা হয়।
সূত্রের খবর, সান্দীপ জোহার এবং তাঁর দুই বন্ধু জামুড়িয়ার এক বেসরকারি শিল্পাঞ্চল থেকে কাজ সেরে রানিগঞ্জ ফিরছিলেন। হঠাৎ সাইরেন বাজতে শুরু করলে তিনি রাস্তার পাশে গাড়ি দাঁড় করান। এর পরপরই আগুন লেগে যায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করলেও, পুলিশ ও দমকলের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়।
🔸 স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করে। হঠাৎ এভাবে আগুন লাগা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারত। এখন প্রশ্ন উঠছে, সাইরেন বাজতেই কেন হঠাৎ গাড়ি জ্বলে উঠল? টেকনিক্যাল ত্রুটি নাকি অন্য কিছু, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।












