নিজস্ব সংবাদদাতা, আসানসোল: রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির ১২-ঘণ্টার বাংলা বন্ধের সমর্থনে কর্মীরা রাস্তায় নেমেছে। বিভিন্ন স্থানে রেল রোকো অভিযান চালানো হচ্ছে। রানিগঞ্জে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রানিগঞ্জ বাসস্ট্যান্ডে, বিজেপি কর্মীরা বাস আটকানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ এসে তাদের বলপ্রয়োগ করে সরিয়ে দেয়।
বন্ধের সমর্থনে সকাল থেকেই রানিগঞ্জ বাসস্ট্যান্ডে বিজেপি সমর্থকরা উপস্থিত ছিল, যেখানে বন্ধের বিরোধিতায় তৃণমূল কর্মীরাও উপস্থিত ছিল। উভয় পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলপ্রয়োগ করে প্রতিবাদী বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। উল্লেখ্য, আরজিকর ঘটনার প্রতিবাদে এবং ছাত্র সমাজের আন্দোলনের সময় পুলিশের কার্যকলাপের বিরোধিতায় বিজেপি আজ ১২-ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে, যার বিরোধিতায় তৃণমূল কংগ্রেস একে বাংলার অশান্তির ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে।