City Today News

monika, grorius, rishi

আসানসোল থেকে ডাবর মোড় পর্যন্ত মিছিলে ন্যায়বিচারের দাবিতে শতাধিক নারীর অংশগ্রহণ

নিজস্ব সংবাদদাতা,আসানসোল: কলকাতা আর.জি. কর মেডিক্যাল কলেজে এক নারী চিকিৎসকের ওপর অত্যাচার ও ধর্ষণের বিরুদ্ধে ন্যায়বিচার দাবিতে ভারতীয় মানবাধিকার সমিতির (পশ্চিম বর্ধমান জেলা) পক্ষ থেকে রূপনারায়ণপুর ডিএভি পাবলিক স্কুল থেকে ডাবর মোড় বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল বের করা হয়। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের শতাধিক নারী এই মিছিলে অংশগ্রহণ করেন এবং “We Want Justice” স্লোগান তোলেন।

এই সময়ে, পুরো দেশে একটাই দাবি উঠেছে— “We Want Justice”। এক নারী চিকিৎসকের ওপর অত্যাচার ও ধর্ষণের প্রতিধ্বনি বহু রাজনৈতিক দলের চেয়ারকে নড়বড়ে করে দিয়েছে, কিন্তু সাধারণ জনগণের ক্ষোভও বেড়ে চলেছে। অন্যদিকে, এখন এই মামলা সিবিআই এর হাতে চলে গেছে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment