আসানসোলে রাজ্য সরকারের রাখি উৎসব, মিলল ভ্রাতৃত্বের বাঁধন

single balaji

আসানসোল, শনিবার:
রাখির পবিত্র দিনে আসানসোল যুব আবাসনের সামনে পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি দফতর ও ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে শনিবার আড়ম্বরপূর্ণ রাখি উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয়া মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্না বালম, সহ একাধিক সরকারি আধিকারিক ও বিশিষ্টজন। অনুষ্ঠানে উপস্থিত মহিলারা সকল অতিথি ও আধিকারিকদের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা পৌঁছে দেন।

রাখি বাঁধার পাশাপাশি অনুষ্ঠানে লোকসঙ্গীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা ভরিয়ে তোলে উৎসবমুখর আবহ। শিশুদের পরিবেশিত ‘রাখি ও ঐক্য’-ভিত্তিক নাটিকা দর্শকদের হৃদয় জয় করে নেয়।

মন্ত্রী মলয় ঘটক বলেন –

“রাখি কেবল ভাই-বোনের সম্পর্কের প্রতীক নয়, এটি সমাজে বিশ্বাস, ভালোবাসা ও ঐক্যের অঙ্গীকার।”

স্থানীয় মানুষরা জানিয়েছেন, রাজ্য সরকারের এই উদ্যোগ সমাজে ভালোবাসা, শান্তি ও একতার বার্তা ছড়িয়ে দেবে এবং মানুষের মধ্যে পারস্পরিক আস্থা আরও গভীর করবে।

ghanty

Leave a comment