নিজস্ব সংবাদদাতা, চিরকুন্ডা: দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন পুরস্কারে ভূষিত রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উদযাপিত হলো চিরকুন্ডার তালডাঙ্গা হাউজিং কলোনিতে অবস্থিত আরসিএমএস কেন্দ্রীয় সভাপতি ও প্রবীণ কংগ্রেস নেতা সুরেশ চন্দ্র ঝার আবাসিক অফিসে।
সুরেশ চন্দ্র ঝা ও অন্যান্যরা রাজীব গান্ধীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিরুল্লাহ, নগেন্দ্র কুমার সিং, শশীভূষণ নাথ তিওয়ারি, নিশিকান্ত মিশ্র, মহাদেব মিশ্র, বিনয় কুমার সিং, মানতোষ যাদব, পরমানন্দ সিং, ভোলা দাস, জিতেন্দ্র মিশ্র প্রমুখ।