আসানসোল, ২০ আগস্ট
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন স্ব. রাজীব গান্ধী-র ৮২তম জন্মজয়ন্তী বুধবার আসানসোলের হাটন রোডের স্মাইল মোড়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই দিন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইটুন্ডি এবং শাহ আলম তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান।
অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস নেতারা বলেন, রাজীব গান্ধী দেশের অগ্রগতি, প্রযুক্তিগত উন্নতি এবং গণতন্ত্রকে শক্তিশালী করার যে ঐতিহাসিক কাজ করেছিলেন, তার তুলনা আর কারও সঙ্গে হয় না। তাঁকে যথার্থই বলা হয় ‘আধুনিক ভারতের স্থপতি’।
নেতারা আরও বলেন, রাজীব গান্ধীর হাত ধরেই ভারত তথ্যপ্রযুক্তি বিপ্লবের পথে এগিয়ে যায়। গ্রামীণ ভারতকে মূলস্রোতে আনার জন্য তিনি পঞ্চায়েত রাজকে শক্তিশালী করেছিলেন এবং যুবসমাজকে রাজনীতির সঙ্গে যুক্ত করার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
এই উপলক্ষে বক্তারা বলেন –
“আজকের প্রজন্মকে রাজীব গান্ধীর আদর্শ ও চিন্তাধারা থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য ও উন্নতির জন্য কাজ করতে হবে। তাঁর স্বপ্ন ও দূরদৃষ্টি আজও ভারতকে নতুন দিশা দেখায়।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কংগ্রেস কর্মী ও যুব সমাজ শপথ নেন যে, তাঁরা রাজীব গান্ধীর দেখানো পথে দেশের ঐক্য, শান্তি ও উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাবেন।