নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ এলাকার জাতীয় সড়ক ১৯ এর সার্ভিস রোডের বেহাল অবস্থার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরব হয়েছেন। তারা জাতীয় সড়ক ১৯ অবরোধ করে সড়ক ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। এই অবরোধের কারণে অনেক ছোট-বড় যানবাহন আটকে যায়।
অঞ্চলের তৃণমূল নেতা রাজেশ কোনার বলেন, “আমরা বহুবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সার্ভিস রোডের মেরামতের জন্য আবেদন করেছি। কিন্তু তারা কোনো মনোযোগ দেয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় বসেছি। যদি এই রাস্তাটি দ্রুত মেরামত না করা হয়, আমরা শীঘ্রই বৃহত্তর আন্দোলনের পথে যাব।”
জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকাদার সৈকত কর জানান, “আমরা দ্রুত সার্ভিস রোডে জমে থাকা জল সরানোর ব্যবস্থা করছি। জরাজীর্ণ সার্ভিস রোডটি খুব শীঘ্রই মেরামত করা হবে।” প্রায় আধঘণ্টা অবরোধ চলার পর, অবরোধকারীরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন।
অবরোধের ফলে আশেপাশের এলাকার যানবাহন চলাচল ব্যাহত হয়েছে, যার ফলে অফিসগামী ও সাধারণ মানুষজন সমস্যায় পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরাও এই সমস্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন।