নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া: কাশীপুরের প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক স্বপন কুমার বেলথারিয়া সোমবার কাশীপুর এলাকায় রাখিবন্ধন উৎসব উদযাপন করেন। তিনি পথচারীদের রাখি পরিয়ে মিষ্টি বিতরণ করেন এবং সম্প্রীতির বার্তা দেন।
এই দিনে, কাশীপুর তৃণমূল পার্টি অফিস থেকে একটি শোভাযাত্রা বের করা হয় যা কাশীপুর বাজারের চারপাশে ঘুরে কাশীপুর আদ্রা স্কোয়ারে শেষ হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিনে মানুষের হাতে রাখি বেঁধে দিনটি উদযাপন করে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুপ্রিয়া বেলথারিয়া, বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ এবং অন্যান্যরা।
আজকের কর্মসূচির পর রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক স্বপন কুমার বেলথারিয়া বলেন, “বিরোধীরা বাংলার মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে, তাই আমরা আজ ও ভবিষ্যতে সম্প্রীতির বার্তা পাঠিয়েছি। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম এবং থাকব।”