নিজস্ব সংবাদদাতা : দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুরুলিয়া জেলার বিভিন্ন অঞ্চলে জাতীয় উৎসব উচ্ছ্বাসের সঙ্গে উদযাপন করা হয়। এই উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের দ্বারা উপস্থাপিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।
তথ্য অনুযায়ী, পুরুলিয়ার নিটুরিয়া ব্লকে অবস্থিত পারবেলিয়া সরস্বতী ইংলিশ লার্নিং স্কুলের প্রিন্সিপাল রমেশ ভারতী এই দিন জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীরা দেশপ্রেমের ওপর ভিত্তি করে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। স্কুল শিক্ষিকা সুস্মিতা চৌধুরী, শুভম ভারতী, রাখি দেবী, ইন্দ্রাণী মণ্ডল, ডি. মুখার্জী, প্রভু ঠাকুর, কাবেরী বাউরী এবং স্কুলের অন্যান্য কর্মীরা অনুষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অন্যদিকে, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো জেলা পরিষদের অফিসে পতাকা উত্তোলন করেন। পুরুলিয়া জেলা শাসক রজত নন্দ এবং পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাদের নিজ নিজ অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন। পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি, বাগমুন্ডি, পাড়া, আদ্রা, ঝালদা, রঘুনাথপুর, কাশীপুর, বলরামপুরসহ জেলার বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলির উদ্যোগে উচ্ছ্বাসের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপিত হয়।