আসানসোল: রাজস্থানের ঝারলি গ্রামের মেয়ে এবং আসানসোল রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (RPF) 16 ব্যাটালিয়নের পুনম কাঁওয়ার দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো (১৯,৩০০ ফুট) জয় করে মঙ্গলবার ফিরে এলেন। আসানসোল স্টেশনে পুনমকে মহা আড়ম্বরে সংবর্ধনা দেওয়া হয়।
মহিলা ফোর্সের তরফ থেকে ফুলের তোড়া ও মালা দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। এই উপলক্ষে পুনম কাঁওয়ার বলেন, তিনি RPF-এর 16 ব্যাটালিয়নের প্রথম মেয়ে, যিনি কিলিমাঞ্জারো জয় করেছেন। পুনম বলেন, “আমি চাই RPF-এর প্রতিটি মহিলা সদস্য দেশের তেরঙ্গা পতাকা বিশ্বের উচ্চতম শৃঙ্গে উত্তোলন করুক।”
“মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন পুনম”
পুনম জানান, তিনি বিগত দুই বছর ধরে হিমাচল এবং উত্তরাখণ্ডের পাহাড়ে বেসিক ও অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন। আসানসোলে সংবর্ধনা পেয়ে তিনি আপ্লুত। তাঁর পরবর্তী লক্ষ্য পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার) জয় করা।
RPF-এর T.S. ব্যানার্জি বলেন, “পুনমের এই সাফল্য আমাদের মহিলা ব্যাটালিয়নের জন্য অত্যন্ত সম্মানজনক।” RPF-এর ইতিহাসে এই প্রথম কোনও মহিলা বাহিনীর সদস্য এমন অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। তিনি আরও জানান, পুনম অস্ট্রেলিয়ার শৃঙ্গ জয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন।
“পুনমকে শুভেচ্ছা জানালেন IG ও DG”
RPF-এর IG ইতিমধ্যেই পুনমকে অভিনন্দন জানিয়েছেন। খুব শীঘ্রই তিনি DG-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়াও LIC-এর চিত্তরঞ্জন শাখার তরফ থেকেও পুনমকে সংবর্ধনা জানানো হয়।