City Today News

monika, grorius, rishi

কেন্দা থেকে হরিপুর বাজার পর্যন্ত যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা : আর জি কর ঘটনার প্রতিবাদে রাস্তায় লাগাতার বিক্ষোভ চলছে। এই ঘটনা শুধু রাজ্যে নয়, গোটা দেশ এবং বিদেশেও নিন্দিত হচ্ছে। বৃহস্পতিবার, জামুড়িয়া বিধানসভার যুব কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এখানে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী ও নেতারা উপস্থিত ছিলেন।

এই মিছিলটি কেন্দা থেকে হরিপুর বাজার পর্যন্ত যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ সিরাজ, জামুড়িয়া বিধানসভা সভাপতি আইএনটিইউসি নেতা যুব মিথুন হরিজন, যুব সভাপতি পশ্চিম বর্ধমান শৌভিক মুখার্জি, দিলীপ তুরি, পরিতোষ, বাউরি ভক্তি দা, মণীশ জিশান, কুন্দন, সমর দা সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এই মিছিলটি সকলের প্রশংসা কুড়িয়েছে এবং সকলে এর সমর্থন জানিয়েছেন।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment