নিজস্ব সংবাদদাতা, আসানসোল: কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আসানসোলে রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষার্থীরা এক মৌন মিছিল বের করেন। এই মিছিল আসানসোলের রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে কোর্ট মোড়, ভগত সিং মোড় হয়ে আবার রবীন্দ্র ভবনের কাছে শেষ হয়।
রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষার্থী অরুণ নিয়োগী এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে বলেন, “যা ঘটেছে তা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। আমরা চাই দোষীদের অবিলম্বে সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হোক।”
এই মৌন মিছিলে শতাধিক প্রাক্তন রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন, যারা তাদের রাগ ও শোক প্রকাশ করেন।