নিজস্ব সংবাদদাতা, কুলটি : কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অধীনে দীবুডিহ চেকপোস্টে মধ্যরাতে গিরিডি থেকে বাবুইঘাটি যাচ্ছিল এমন একটি প্যাসেঞ্জার লাইন বাসে পুলিশ অভিযান চালায়। এই অভিযানে সেলিম আনসারি নামে এক ব্যক্তির কাছ থেকে চারটি দেশি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনায় সেলিম আনসারি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসের চালক জানিয়েছেন যে, গ্রেপ্তারকৃত সেলিম আনসারি গিরিডি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। তবে পুলিশ তদন্ত করছে যে, এই বাসে বন্দুক নিয়ে আসা ব্যক্তি কোথা থেকে এসেছে এবং সে এই পিস্তলটি কোথায় নিয়ে যাচ্ছিল। বর্ডার অঞ্চলে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে পুলিশ দলের হানা দিয়ে এই চারটি বন্দুক ও কার্তুজ উদ্ধারের ঘটনাটি প্রশংসা কুড়িয়েছে।