City Today News

monika, grorius, rishi

রক্তদানের মহত্বে পশ্চিম বর্ধমান ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা : আজ আসানসোলের ট্রাফিক মোড়ের কাছে পৌরসভাতে পশ্চিম বর্ধমান ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়। পশ্চিম বর্ধমান জেলার বহু ফটোগ্রাফার ও ভিডিও এডিটর, যারা বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে ফটোগ্রাফি করেন, উপস্থিত ছিলেন। বৃহত্তর সংখ্যায় রক্তদান করা হয়।

আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সমস্ত রক্তদাতাকে শংসাপত্র প্রদান করে উৎসাহিত করেন। সংগঠনের পক্ষ থেকে এই রক্তদান অভিযানে অংশগ্রহণ করার জন্য এবং এই শিবির আয়োজন করার জন্য সংগঠনের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, রক্তদান থেকে বড়ো কোনো দান নেই এবং পশ্চিম বর্ধমান ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের আজকের এই শিবির আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এছাড়াও তিনি অন্যান্য সংগঠনগুলিকে এইভাবে রক্তদান অভিযানে যোগদানের আবেদন জানান।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment