নিজস্ব সংবাদদাতা : রবিবার পার্বতী অ্যাপার্টমেন্টের বেসমেন্টে নয়া ধর্মশালা, এনএস রোড, আসানসোলে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
আসানসোল পৌরসভার চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলর আমরনাথ চট্টোপাধ্যায় এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া আরুন শর্মা, বিমল জালান, মুকেশ শর্মা, গোপাল এবং পার্বতী অ্যাপার্টমেন্টের সচিব কৃষ্ণ গোপালও উপস্থিত ছিলেন। অ্যাপার্টমেন্টের বাসিন্দারা ব্যাপক সংখ্যায় রক্তদান করেন। চেয়ারম্যান আমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “রক্তদান একটি মহান দান, তাই সমাজের কল্যাণে আরও বেশি মানুষকে রক্তদান করতে হবে। পার্বতী অ্যাপার্টমেন্টের লোকেরা যে ভাবে এগিয়ে এসে রক্তদান করেছে, তা প্রশংসনীয়।” পার্বতী অ্যাপার্টমেন্টের বাসিন্দারা অতিথিদের সম্মান জানান এবং রক্তদাতাদের সনদপত্র এবং ব্যাজ দিয়ে উৎসাহিত করা হয়।