পারবেলিয়ায় গণেশ পূজা : মহাধুমধামে ঐতিহ্যবাহী কলশ যাত্রা, মেলায় উপচে পড়া ভিড়

unitel
single balaji

বারাকার (রিপোর্ট : সঞ্জীব কুমার যাদব):
নিতুরিয়া ব্লকের পারবেলিয়া কোলিয়ারি ফুটবল মাঠ প্রাঙ্গণে সারস্বতী ক্লাবের উদ্যোগে আয়োজিত গণেশ পূজা উপলক্ষে এ বছরও ঐতিহ্য ও ভারতীয় সংস্কৃতির ছোঁয়ায় মহাধুমধামে পালিত হল কলশ যাত্রা। ভক্তদের উচ্ছ্বাস আর শোভাযাত্রার আভিজাত্যে গোটা এলাকা ভক্তিময় হয়ে ওঠে।

এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির আহ্বায়ক শান্তিভূষণ প্রসাদ যাদব, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিত বাউরি, জেলা পরিষদের সদস্য বাবুজান হেমব্রাম, ক্লাবের সম্পাদক সঞ্জয় যাদব, সভাপতি মৃদুল সরকার, দমোদর সিং সহ আরও অনেকে।

গণেশ চতুর্থীর দিন সকালে গণেশ পূজার প্যান্ডেল থেকে বিশাল কলশ যাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পারবেলিয়া বাজার, আমডাঙা মোড়, হাটতলা হয়ে দমোদর নদীর পারবেলিয়া সূর্য মন্দির ঘাটে পৌঁছায়। সেখান থেকে পবিত্র জলে কলশ ভরে পুনরায় যাত্রা ফিরিয়ে আনা হয়। পুরুষ ও মহিলারা হলুদ বসন পরে যাত্রায় অংশ নেন। বিশেষত মহিলাদের মধ্যে উৎসব নিয়ে প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

বৃহৎ এই কলশ যাত্রার দল অবশেষে ফুটবল মাঠে পৌঁছে যায়, যেখানে পূজার আচার সম্পন্ন করেন পণ্ডিত মনোহর পাণ্ডে। সকাল থেকেই গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে—“জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা”-র ধ্বনি আর ঢাক–ঢোল, কাঁসর–ঘণ্টার শব্দে।

এর পাশাপাশি, শুরু হয়েছে ১০ দিনের মেলা, যেখানে স্থানীয় মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন। দোকানপাট, খেলনা, মিষ্টি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে মেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ ধরনের আয়োজন শুধু ভক্তিতে নয়, সামাজিক সম্প্রীতি ও মিলনমেলার ক্ষেত্রেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

ghanty

Leave a comment