কুলটিতে হঠাৎ ধসে পড়ল জিটি রোড! আতঙ্কে স্থানীয়রা বললেন – “মৃত্যুর ছায়াতেই চলাফেরা করছি”

single balaji

আসানসোল শিলপাঞ্চাল কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরে ফের ভয়ঙ্কর চিত্র। সেন থেনি স্কুলের কাছে হঠাৎ ধসে পড়ল জিটি রোডের একটি বড় অংশ। গত দু’দিন আগে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে। হঠাৎ রাস্তায় বড় গর্ত তৈরি হওয়ায় পথচারী ও গাড়িচালকদের মধ্যে ভয় চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি চলাচল করে। তার মধ্যে ভারী ট্রাক ও ডাম্পারই সংখ্যায় বেশি। রাস্তাটি আগেই বেহাল অবস্থায় ছিল। কিন্তু প্রশাসন চোখ বুজে ছিল। আজ হঠাৎ রাস্তা বসে যাওয়ায় মানুষ কার্যত মৃত্যুর ঝুঁকির মধ্যেই যাতায়াত করছেন।

একজন ব্যবসায়ীর বক্তব্য, “গ্রাহকরা আসা বন্ধ করে দিয়েছেন। আমাদের রুজি-রুটিতেই কোপ পড়ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে।” অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা – বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে।

ঘটনার খবর পাওয়া মাত্রই প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেডিং করে রাস্তার সেই অংশ বন্ধ করে দেয়। দ্রুত মেরামতির কাজও শুরু হয়েছে। জেসিবি মেশিন দিয়ে গর্ত ভরাট করে মাটি চাপিয়ে রাস্তা সমান করার চেষ্টা চলছে। যদিও কর্মকর্তাদের দাবি, এটি আপাতত অস্থায়ী মেরামতি মাত্র। স্থায়ীভাবে রাস্তা মজবুত করতে শীঘ্রই বড় পদক্ষেপ নেওয়া হবে।

তবে স্থানীয়দের ক্ষোভ প্রশমিত হয়নি। তাদের দাবি, কুলটি ও নিয়ামতপুরের এই গুরুত্বপূর্ণ জিটি রোড শুধু আসানসোল নয়, দূরপাল্লার যাতায়াতের জন্যও একেবারে অপরিহার্য। এখানে বারবার দুর্ঘটনা ঘটলে গোটা অঞ্চলের মানুষের জীবন-জীবিকা বিপন্ন হবে।

একজন পথচারী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা আর রাস্তায় গাড়ি চালাচ্ছি না, মনে হচ্ছে মৃত্যুর ফাঁদে চলাফেরা করছি।”

ghanty

Leave a comment