পাণ্ডবেশ্বর, দুর্গাপুর:
পাণ্ডবেশ্বর বিধানসভার ফরিদপুর ব্লকের বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য—বাচ্চারা সরাসরি নিজেদের সমস্যার কথা বলছে বিধায়ক ও জেলাশাসকের সামনে। আর সেই কথাগুলোর সমাধান হচ্ছে সঙ্গে সঙ্গে।
এই “খুদেদের পাড়ায় খুদেদের সমাধান” নামক অভিনব কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পোন্নামপল্লম এস (IAS)।
▶ খুদে ছাত্রদের মুখে উঠে এল গুরুত্বপূর্ণ সমস্যা
স্কুলে জল সমস্যার পাশাপাশি বাথরুমের অপ্রতুলতা ও জরাজীর্ণ দশা, খেলার মাঠের ঘাটতি, শিক্ষাসামগ্রীর অভাব—সবকিছুই তুলে ধরল খুদেরা নিজেদের সরল ভাষায়।
▶ বিধায়কের তাৎক্ষণিক ঘোষণা – বাথরুম ও স্কুল সংস্কারে ১ লক্ষ টাকা অনুদান
বাচ্চাদের সমস্যা শুনে বিধায়ক জানান,
“তাদের সমস্যা আমার নিজের মনে হয়েছে। আমি আজকেই এক লক্ষ টাকা দিয়ে বাথরুম ও স্কুল সংস্কারের কাজ শুরু করিয়ে দিচ্ছি।”
▶ জেলাশাসকের আবেগঘন প্রতিক্রিয়া
জেলাশাসক বলেন,
“আমি এসেছিলাম ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে। কিন্তু এখানে এসে দেখলাম সত্যিই ‘খুদেদের পাড়ায় খুদেদের সমাধান’। ওদের কথা শুনে মুগ্ধ হয়েছি।”
▶ বাচ্চাদের উপহার – খেলার সামগ্রী, অঙ্কন সামগ্রী ও বৃক্ষরোপণ
বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল, ব্যাট-বল, অঙ্কন সামগ্রী, পেন-পেনসিল সহ নানা শিক্ষাসামগ্রী। এর পাশাপাশি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয়।
▶ “ছোটবেলার কথা মনে পড়ে গেল” – আবেগে ভাসলেন বিধায়ক
অনুষ্ঠান শেষে বিধায়ক বলেন,
“এই বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে যেন আবার ছোটবেলায় ফিরে গেলাম। ওদের চোখে যে স্বপ্ন আছে, তা বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।”