🏆 পাণ্ডবেশ্বর চক্র প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হরিপুর জোনাল
পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বহুলা স্কুল মাঠে পাণ্ডবেশ্বর চক্র প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় মোট ৬টি জোনাল থেকে ২০৪ জন খুদে পড়ুয়া অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়া প্রতিভার পরিচয় দেয়।
প্রতিযোগিতার শুভ সূচনা করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর খেলোয়াড়রা মশাল প্রজ্জ্বলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। মাঠজুড়ে শিশুদের উৎসাহ, শৃঙ্খলা ও ক্রীড়া মনোভাব নজর কাড়ে সকলের।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী রমা রুইদাস, স্কুল এসআই সজল কুমার মণ্ডল, শিক্ষা সেলের সভাপতি অবীর তরফদার, সার্কেল কমিটির সদস্য সুমন্ত আচার্য, বহুলা গ্রাম পঞ্চায়েত প্রধান সুহাগিনী টুডু, উপপ্রধান ও ব্লক সহ-সভাপতি বীর বাহাদুর সিং, মাইনরিটি সেল ব্লক সভাপতি এমডি মিরাজ হুসেন, পঞ্চায়েত সদস্য এমডি সদরুদ্দিন হুসেন, সন্দীপ সরকার, রাজকুমার পাল ও ধর্মেন্দ্র পাসওয়ান সহ অন্যান্য বিশিষ্টজন।
দিনভর বিভিন্ন দৌড়, ক্রীড়া ও দলগত খেলায় অংশ নিয়ে পড়ুয়ারা মাঠ মাতিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে হরিপুর জোনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, অন্যদিকে ছোড়া জোনাল রানার্স-আপ হয়।
বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতের সুস্থ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে সহায়ক।”
সমগ্র প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন উত্তম মির্ধা। অনুষ্ঠানে বহুলা গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য জোনালের পঞ্চায়েত সদস্যদের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।











