পঞ্চায়েতের কাজ জনতার দরজায়, ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রা শুরু

single balaji

আসানসোল:
পঞ্চায়েত স্তরে সম্পন্ন উন্নয়নমূলক কাজের পূর্ণ হিসেব সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই বুধবার আসানসোলের সালানপুর ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়উন্নয়নের পাঁচালি’ শিরোনামে আটটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। এই ট্যাবলোর মাধ্যমে সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলিতে কী কী উন্নয়ন কাজ হয়েছে, তার বিস্তারিত তথ্য সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জানা গেছে, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এলাকার আটটি পঞ্চায়েতের জন্য আটটি আলাদা ট্যাবলো যাত্রা শুরু করে। প্রতিটি ট্যাবলোর মাধ্যমে রাস্তা নির্মাণ, পানীয় জল সরবরাহ, আবাসন প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিকাঠামো, সামাজিক সুরক্ষা প্রকল্প-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি ও তথ্য তুলে ধরা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের কাজ শুধু করা নয়, সেই কাজের হিসেব জনতার সামনে রাখা অত্যন্ত জরুরি। এতে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়ে, তেমনই সাধারণ মানুষের আস্থাও আরও দৃঢ় হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘উন্নয়নের পাঁচালি’ ট্যাবলোগুলি গ্রামেগঞ্জে ঘুরে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় সম্পন্ন কাজের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। এর ফলে মানুষ নিজের চোখে দেখে বুঝতে পারবেন, পঞ্চায়েত স্তরে কীভাবে উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।

এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। অনেকেরই মত, এ ধরনের উদ্যোগ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমাতে সহায়ক হবে।

ghanty

Leave a comment