উৎসবমুখর পরিবেশে সম্পন্ন নর্থ পয়েন্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠান

single balaji

আসানসোল, ১৩ জানুয়ারি ২০২৬:
আসানসোলের এস.বি. গোরাই রোডে অবস্থিত নর্থ পয়েন্ট স্কুল-এ অত্যন্ত জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠান (Annual Day Celebration)। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক প্রতিভা এবং শিক্ষার মূল্যবোধকে কেন্দ্র করে এই অনুষ্ঠান হয়ে ওঠে এক স্মরণীয় মিলনমেলা।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট স্কুলের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শ্রী শচীন্দ্র নাথ রায়, প্রধান শিক্ষিকা শ্রীমতী মিতা রায়, এবং চাঁদার নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ শ্রী রাজীব শ’

2b773666 4ef3 48b7 80f7 a2d7d0694bf0

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শ্রী দীপক কুমার রুদ্র এবং জামুড়িয়া নামোপাড়া এফপি স্কুলের প্রধান শিক্ষক শ্রী দীপ নারায়ণ নায়ক, যিনি শিক্ষাক্ষেত্রে ও সামাজিক সচেতনতায় অসামান্য অবদানের জন্য ‘রাস্তারের মাস্টার’ নামে পরিচিত।

মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর জোর

প্রধান অতিথির ভাষণে স্বামী সোমাত্মানন্দজি মহারাজ মূল্যবোধভিত্তিক শিক্ষা, শৃঙ্খলা এবং চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক গড়ে তুলতে শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিকতার সমন্বয় অপরিহার্য। নর্থ পয়েন্ট স্কুল এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে বলে তিনি প্রশংসা করেন।

স্কুলের প্রতিষ্ঠাতা শচীন্দ্র নাথ রায় বিদ্যালয়ের যাত্রাপথ ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং সার্বিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে স্কুলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধান শিক্ষিকা মিতা রায় অতিথি, অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শক

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, সঙ্গীত, নাটক ও ভাবনামূলক পরিবেশনায় ফুটে ওঠে সামাজিক সচেতনতা, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা। উপস্থিত দর্শক ও অভিভাবকেরা ছাত্রছাত্রীদের প্রতিভা দেখে মুগ্ধ হন।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সততা, দায়িত্ববোধ ও সমাজসেবার মানসিকতা নিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান শিক্ষিকা মিতা রায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠান সফল হওয়ার কথা উল্লেখ করেন।

সামগ্রিকভাবে, এই বার্ষিক অনুষ্ঠান নর্থ পয়েন্ট স্কুলের শিক্ষা, মূল্যবোধ ও সর্বাঙ্গীণ বিকাশের আদর্শকে আরও একবার প্রতিষ্ঠিত করল।

ghanty

Leave a comment