সম্ভবত বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মহম্মদ ইউনুস। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাঁর নামই প্রস্তাব করা হয়েছে এবং ইউনুস সাহেব তাতে সম্মতি জানিয়েছেন বলে দাবি করেছে তারা। সেইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনও নাম মেনে নেওয়া হবে না, সে সেনা মনোনীত বা রাষ্ট্রপতি মনোনীত কিংবা অন্য কেউ হোক না কেন। সামরিক সরকার বা রাষ্ট্রপতি পরিচালিত সরকারের বিরুদ্ধেও তারা। দাবি না মেটা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলা হয়েছে। এখন সেনাপ্রধান, রাষ্ট্রপতি কিংবা ক্ষমতালিপ্সু বিএনপি, জামাতে ইসলামি কী সিদ্ধান্ত নেয়, নতুন কোনও সংঘাত বাধে কি না, সেদিকে সবার নজর। তবে আন্দোলনকারীরা যে মুডে আছে, তাতে তাদের দাবি মানতে হবে।
এই ইউনুসের সঙ্গে শেখ হাসিনা সরকারের সংঘাত অন্য মাত্রা নিয়েছিল। আর্থিক বেনিয়ম সংক্রান্ত প্রায় দু’শোটি মামলা ঝুলছে তাঁর এবং তাঁর বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি তাঁকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নিয়েছে।